
মোঃ আরিফুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আবারও জেঁকে বসেছে শীত।ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষজন। ঠান্ডায় কাজে যেতে না পারায় শ্রমজীবী মানুষজন পড়েছে চরম দুর্ভোগে। দিনের বেলা সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে পরিবহন গুলো। বুধবার ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের শ্রমিক জকু মিয়া ও হুমায়ুন জানিয়েছেন মানুষজন বিছানা থেকে উঠে নাই আর আমরা জমিতে গোবর সার নিয়ে যাচ্ছি। কাজ করতে গিয়ে হাত-পা বরফ হয়ে যায়। কি আর করার কাজ না করলেতো সংসার চলবে না। গজের কুটি গ্রামের বাসিন্দা রেজাউল সরকার বলেন ছোট ছোট বচ্চাদের নিয়ে সমস্যায় পড়েছি। এছাড়া বীজতলা নিয়ে দুশ্চিন্তায় আছি। যে হারে শীত পড়ছে বীজতলা নষ্ট হবার সম্ভাবনা আছে।এছাড়া কনকনে ঠান্ডা বাতাসে বাহিরে বের হতে খুবই কষ্ট হচ্ছে।কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে,কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল থেকে তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























