
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এ প্রশিক্ষণের আয়োজন করে।
বুধবার ১ মার্চ সকাল ১১টায় জেলা পরিষদ, ফুলবাড়ী-কুড়িগ্রাম এর প্রশিক্ষণ কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার ২৩জন শিশু অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে শিশুদের প্রশিক্ষণ প্রদান করেন উৎসব বৈরাগী। তিনি একশনএইড বাংলাদেশ এর স্পন্সরশীপ অফিসার।
শিশুদের জীবন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে আরও উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম,প্রজেক্ট অফিসার লুৎফর রহমান, এলআরপি ৫২ এর স্পন্সরশীপ অফিসার, বিমল চন্দ্র মন্ডল প্রমূখ।