
মোহাম্মদ আজগার আলী,
ফুলবাড়ী (দিনাজপুর)
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দিনাজপুরের ফুলবাড়ীতে দুইটি ডায়াগনস্টি সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা আদায় ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১ টায় ফুলবাড়ী শহরের দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে নর্থ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদতীর্ণ ঔষধসহ অন্যান্য অপরাধে ৩০ হাজার, ফুলবাড়ী হেল্থ এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে বেশি দামে এবং কেজি হিসেবে তরমুজ বিক্রি করায় আরো দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন দিনাজপুরের ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সেনেটারী ইন্সপেক্টর জগদীশ চন্দ্র মহন্তসহ থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নর্থ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে ৩০ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স নবায়ন করার নির্দেশনা এবং ফুলবাড়ী হেল্থ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানাসহ তাদের ল্যাবের কার্যক্রম সিলগালা করে বন্ধ ঘোষনা করা হয়েছে।