
মোঃআরিফুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
‘বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি ‘এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলা আয়োজন করেন।উপজেলা পরিষদ চত্বরে সকালে মেলার উদ্বোধন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার সভাপতিত্ব করেন জনাব সিব্বির আহমেদ উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়ী,কুড়িগ্রাম।এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কামরুল ইসলাম, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম কনক,সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম,ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার,সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মজিবর রহমান,সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমদাদুল হক মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য সাংবাদিক,স্কুল কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী প্রমূখ।