
ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: ‘সবাই মিলে এগিয়ে চলি, নারী নির্যাতন বন্ধ করি’ এই শ্লেগানে দিনাজপুরের ফুলবাড়ীতে পল্লীশ্রী প্রসপেক্টর প্রকল্প ও নাগরিক সমাজ সংগঠনের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে মোছাঃ ফারহানা সিদ্দিকীর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নিরু সামসুন্নাহার।
এসময় উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূর আলম, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ রাশেদা আক্তার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, পল্লীশ্রী প্রসপেক্টর প্রকল্প এর পিসি মোছাঃ মতিয়া বেগম, এফ এফ এটিও মোঃ দেলোয়ার হোসেন, রওশনারা, রানি বেগম, এসএস হুমাইন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























