
মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে সম্প্রতি ডাকাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পর পর দুই রাতে দুইটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্বর্ণলংকার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিস লুট। ডাকাতিতে বাঁধা দেওয়ায় বৃদ্ধাসহ ৩ জন গুরুত্বর আহত।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার পরে ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাপ্পি কুমারের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল এসআই বাপ্পি কুমারের বাড়ী থেকে দুই ভরি স্বর্ণ ও ৫ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করার সময় বাধা দিলে তার মা ও বৌ কে গুরুত্বর জখম করে। আহত দুই জনকে ফুলবাড়ী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এস আই বাপ্পি কুমারের প্রতিবেশি রতন কুমারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে সেখানে ডাকাতদল কোন কিছু না পেয়ে রতন কুমারকে রড দিয়ে প্রহার করে পালিয়ে যায়।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় ফুলবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পর পর দুইটি ডাকাতির ঘটনায় এলকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা প্রয়োজন। অন্যথায় আরো বড়ধরনের দূর্ঘটনা ঘটতে পারে এবং নতুন কোনো বাড়ীতে ডাকাতি, হতাহতের ঘটনা ঘটবে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























