
মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে প্রয়াত শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর হলরুমে দোয়া ও আলোচনা সভায় সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ মনসুর আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ ফরহাদ হোসেন। এসময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইসার উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা জনাব আলী, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ অনেকে।