মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া‘র রোগমুক্তি, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতা এবং বন্যায় দুর্গতদের জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক জুলফিককার রহমান এর সঞ্চালনায় বিএনপি‘র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত সভাপতি মওলানা নবীউল ইসলামের সভাপতিত্¦ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি‘র উপদেষ্টা, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি‘র সহ সভাপতি, সাবেক ভিপি, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহ সভাপতি আবু ফরহাদ বাচ্চু, সহ সভাপতি সামসুল মন্ডল। এসময় পৌর বিএনপি‘র সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর আবুল বাসার, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাঈদ, সদস্য সচিব মাহবুবুর রহমান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাফ্ফর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, সেচ্ছাসেব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম হোসেন, যুগ্ম আহবায়ক মোক্তারুল ইসলাম মেমরী,যুগ্ম আহবায়ক লিটন, ছাত্রদলের আহবায়ক জিয়াবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলামসহ উপজেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।