
দিনাজপুরের ফুলবাড়ীতে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে পৃথক পৃথক ভাবে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
সোমবার (১ মে) সকাল ৯ টায় দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭ এর ব্যানারে ফুলবাড়ী উপজেলা স্ট্যান্ড কমিটির সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান বুলবুলের নেতৃত্বে ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে শ্রমিকদের আয়োজনে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন গুলো নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১৬৭ এর ফুলবাড়ী উপজেলা স্ট্যান্ড কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন স্ট্যান্ড কমিটির সম্পাদক এবি এম মোঃ মাহাবুবুর রহমান বুলবুল, সহ-সভাপতি মোঃ জামানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাবেক সম্পাদক মোঃ সেকেন্দার আলী দুলাল, ফুলবাড়ী উপজেলার টেম্পু শাখার সাবেক সভাপতি মোঃ মন্তাজ আলী চৌধুরী, সড়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম প্রমূখ। অপরদিকে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন, ফুলবাড়ী অটো রিক্সা শ্রমিকলীগ, নির্মান শ্রমিক ইউনিয়ন এর ব্যানাওরও র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।