
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ঈদগাহ মাঠে ১৬ তম হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা- শরিকা লাকা- লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল্লিয়ামাতা লাকা ওয়াল মূলক, লা শরিকা লাক ধ্বনিতে মুখরিত হয়েছিল।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় ফুলবাড়ী পৌরসভার আয়োজনে ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাড. আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ড. মোঃ এনামুল হক।
এসময় দিনাজপুর জেলা হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক এস এম মোঃ আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রুহুল আমিন, আলহাজ্ব মোঃ মহসীন আলী সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, এলুয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ মোস্তাফিজার রহমান, আলহাজ্ব মোঃ আবু মুসা উপস্থিত ছিলেন।