
মোঃ আরিফুল ইসলাম,
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ সেপ্টেম্বর বৃহঃবার সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গীতা সরকার, বিআরডিবি কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: রায়হান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের মাসকলাই চাষের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেয়া হচ্ছে।