
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সেচ্ছাসেবী বেসরকারী সংস্থা এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট-এডিডি এর উদ্যোগে শারিরীক প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুর ১২ টায় ফুলবাড়ী পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত সেচ্ছাসেবী বেসরকারী সংস্থা এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট-এডিডি কার্যালয়ে প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্জ মোঃ মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।
এসময় ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলহাজ্জ মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, সেচ্ছাসেবী বেসরকারী সংস্থা এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট-এডিডির নির্বাহী পরিচালক ডাক্তার মোঃ আহাদুজ্জামান চৌধুরীসহ প্রতিবন্ধি শিক্ষার্থী ও অভিভাবকগন, সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার ৬০ জন প্রতিবন্ধি শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।