
মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে বিধান চন্দ্র রায় (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বিধান চন্দ্র রায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষিপুর হাড়িপাড়া গ্রামের পবিত্র রায়ের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বিধান চন্দ্র রায় তার ভাই সহ মোট ১১জন মিলে বৃষ্টিতে ভিজে জমিতে আমন ধানের চারা রোপন করছিলো। ঠিক সেই সময় তীব্র আওয়াজে বজ্রপাত পড়লে সকলে জমিতে শুয়ে পড়ে। একে একে সবাই উঠলেও বিধান আর উঠেনা। তাকে স্থানীয় ফুলবাড়ী হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় গোবিন্দ চন্দ্র (৪৪) ও উৎপল মালি (২৮) নামে দুইজন ব্যক্তি আহত হয়েছেন। নিহত বিধান চন্দ্র ও আহত দুই ব্যক্তি একই গ্রামের। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ কামাহ্ তমাল, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ও খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক। বিধার রায় ফুলবাড়ী সরকারী কলেজের অর্নাস এর ২য় বর্ষের ছাত্র ছিলেন। এদিকে বিধার রায়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। নিহতের শৎকারে সরকারী অনুদানের ২৫ হাজার টাকা তাৎক্ষণিক তার পরিবারের কাছে প্রদান করা হয়।