
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ফুলবাড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) প্রান কৃষ্ণ দেবনাথ। শুক্রবার (০৭ জুলাই ) রাত ৮ টায় ফুলবাড়ী থানায় ওসির চেম্বারে মতবিনিময়ের সময় সাংবাদিকদের সাথে মাদক,বাল্যবিবাহ,জুয়া,সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তাগিদ দেন ওসি প্রান কৃষ্ণ দেবনাথ। সাংবাদিকদের লিখনি অব্যাহত রাখতে হবে এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু,সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা,যুগ্ন-সাধারন সম্পাদক তানভির হোসেন রাজু সহ-সাংগঠনিক সম্পাদক রতিকান্ত,প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম,অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি হারুন অর-রশীদ,সদস্য জিয়াউর রহমান, জয় কান্ত, আরিফুল ইসলাম প্রমুখ।