
মোহাম্মদ আজগার আলী,
ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে আগামী ৪ ডিসেম্বর ফুলবাড়ী মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
এসময় পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বেতদিঘী ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় ফুলবাড়ী মুক্ত দিবস ও বিজয় দিবস যথাযথ ভাবে পালন করার জন্য উদযাপন উপ-কমিটি গঠন করা হয়।