
মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
অবরোধের সমর্থনে ফেনীতে মিছিল করেছে বিএনপি ও সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১১তম দফায় দেশব্যাপী ৩৬ ঘন্টার অবরোধের সমর্থনে বুধবার (১৩ ডিসেম্বর) ফেনী জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সবুজ এর নেতৃত্বে ফেনী জেলা দাগনভুঁইয়া উপজেলায় মিছিল করে ফেনী জেলা বিএনপি ও সহোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলটি দাগনভুঁইয়া গোলচক্কর থেকে শুরু করে দাগনভুঁইয়া উপজেলা কার্যালয় ঘুরে দাগনভুঁইয়া উপজেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ফেনী জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সবুজ এর নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিলে উপস্থিত ছিলেন দাগনভুঁইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন,দাগনভুঁইয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল উদ্দিন হাজারী,দাগনভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আবদুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহব্বায়ক নুর মোঃ পলাশ,দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইমুন হক রাজিব,জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রহমতুল্লাহ জিংকু সহ বিএনপি ও সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ।