মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনীতে মাশকুরা আক্তার মমো (১৮) নামে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে ফেনী জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা স্কুল গেইটে এ ঘটনাটি ঘটে। ঝলসে যাওয়া মাশকুরা আক্তার মমো ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার আবদুল খালেকের মেয়ে।
ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে প্রেরন করা হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে মেয়ে টিকে দেখে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ঘটনাস্থলে যাচ্ছিলেন। সেখানে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন।