
মোঃ শরিফুল ইসলাম রাজু
ষ্টাফ রিপোর্টার, ফেনী
বিয়ের অনুষ্ঠানে সাধারণত আতশবাজির বিকট শব্দে আকাশ-বাতাস প্রকম্পিত হয়, ডিজে পার্টি আর তরুণ-তরুণীদের নাচে গানে উত্তাল থাকে। তবে এসব কিছুর আয়োজন না করে ব্যতিক্রমী বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করেছেন ফেনীর সোনাগাজীর মো. সাইফুল ইসলাম নামে এক যুবক। বিয়ে বাড়িতে দেখা মেলে এক ঝাঁক হাফেজের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের দৃশ্য। কোরআন খতম আর বিশেষ মোনাজাতের মাধ্যমে পালন করা হয় গায়ে হলুদের অনুষ্ঠান।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের লস্কর ব্যাপারী বাড়ির চানমিয়ার মেয়ে সানজিদা আক্তার শারমিনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের। মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে খতমে কোরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী আয়োজনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকেন সাইফুল ইসলাম।
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বিজয় নগরের মো. ইব্রাহীম মানিকের ছেলে মো. সাইফুল ইসলাম। তিনি সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করেন।
স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) আবু সুফিয়ান জানান, সমাজে এখন বিভিন্ন ধরনের ডিজে পার্টি, আতশবাজী, নারী-পুরুষের অবাধ সমাগম সামাজিক ক্যান্সারের রূপ নিয়েছে। এতে বেড়েই চলেছে অপরাধ কর্মকাণ্ড। তবে আমাদের এ অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত।
মুক্তির লড়াই ডেস্ক : 

























