
মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন রাধানগর ইউপির পূর্ব মধুগ্রামে ভাতিজাদের হামলায় মো: ইউনুস(৬৫)নামে একবৃদ্ধ নিহত হয়েছেন।তিনি তিতাস গ্যাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।তিনি এলাকায় সজ্জন পরোপকারী ও ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিহত ইউনুসের সাথে ভাতিজাদের কলহ বিবাদ লেগে ছিলো। বেশ কয়েক বছর সালিশ বৈঠক করে ও বিষয়টি সুরাহা হয়নি। ঘটনার দিন শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে বিরোধপূর্ন জায়গায় গাছ কাটতে গেলে ইউনুসের সাথে ভাতিজাদের বাক বিতন্ডা হয়।এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে কাঁদে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, দুই পরিবারের মাঝে দীর্ঘ দিনের পারিবারিক বিরোধে ঘটনার সুত্রপাত হয়েছে।যতদুর শুনেছি ভাতিজারা ধাক্কা দিলে বৃদ্ধ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে মৃত্যু বরন করে।এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে তিনি নিশ্চিত করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























