পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার পক্ষ থেকে ২৬ জানুয়ারি রবিবার সকালে লস্কর হাট বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। জেলা শাখার আহবায়ক এম মোকছুদুর রহমান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন সীতাকুণ্ড শাখার উপদেষ্টা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর থানা শাখার সভাপতি মাওলানা শেখ মোঃ আতিক উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১নং মোটবী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন বাহার হাজারী।
প্রধান অতিথি জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা ধারাবাহিকভাবে পরিবেশ রক্ষায় কাজ করে আসছি। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে সারা দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা ছোট পরিসরে ফেনী জেলায় সবুজ আন্দোলনের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করছি। পর্যায়ক্রমে ফেনীর প্রত্যেকটি থানা পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার সদস্য মুহাম্মাদ হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখার সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রিপন, সদস্য কুতুব উদ্দিন, সেলিম ও রাফি সহ জেলা শাখার নেতৃবৃন্দ।