
মোঃ শরিফুল ইসলাম রাজু, ষ্টাফ রিপোর্টার, ফেনী: ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছয় নারী ও ১৫ পুরুষকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার এসি মার্কেটের পেছনে রায়হান টাওয়ারের নিচতলা থেকে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























