মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনীতে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে শহরের গ্রিন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।এদিকে সকালে শহরের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সোমবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ৬টার দিকে ৮-১০ জন যুবক জড়ো হয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আতংকে পথচারীরা ছুটাছুটি করলে তারা পেট্রোল ঢেলে দাঁড়িয়ে থাকা ২টি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। এসময় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে ইকবাল হোসেন নামের এক সিএনজি চালকের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন সিএনজি চালিত অটোরিকশা দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।