
ফেনী জেলার দাগনভূঁঞা থানা পুলিশের অভিযানে থানার ১নং সিন্দুরপুর ইউপির রগুনাথপুর পাটোয়ারী বাড়ীর আব্দুল গফুরের বাড়ীর সামনে রাস্তার উপরে অভিযান পরিচালনা করে ০১টি পিকআপ গাড়ী, ৯টি লোহার রড, ২টি লোহার কাটার, ১টি চাপাতি এবং ৪টি মুখোশ উদ্ধার সহ ০৪ জন ডাকাত দলের সক্রিয় আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায়, দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামের সহযোগীতায়, এসআই আরিফ উল্লাহ, এএসআই মোঃ সেলিম মিয়া, এএসআই নাজিম উদ্দীন, এএসআই আল মামুন সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ডাকাতির প্রস্তুতি কালে ডাকাতির সরঞ্জামাদি সহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন, বাগেরহাট জেলার মংলা থানার ৬নং চিলা ইউপির হলদিবুনিয়া মুন্সি বাড়ীর মোঃরফিক খানের ছেলে জুলফিকার খান প্রঃবাবু(২৪), নোয়াখালী জেলার হাতিয়া থানার আফাজিয়া গ্রামের বাহারুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম রানা(২৮), ফেনী সদর উপজেলার মধ্যম রামপুর আলী আজগর পাটোয়ারী বাড়ির কামরুল ইসলাম মামুন প্রঃডিজে(২৯), বাগেরহাট জেলার মংলা থানার বাজিকটখন্ড গ্রামের শেখ বাড়ির মোঃ আনোয়ার শেখ এর ছেলে কাউছার শেখ (১৮) কে একটি পিকাপ গাড়ি সহ গ্রেফতার করা হয়।
দাগনভূঁঞা থানায় অফিসার ইনচার্জ হাসান ইমাম গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা টু প্রস্তুতি কালীন সময় আসামিদের হেফাজত হইতে ডাকাতি প্রস্তুতির সরঞ্জামাদি এবং একটি পিকাপ গাড়ি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
মোঃ শরিফুল ইসলাম রাজু, ষ্টাফ রিপোর্টার, ফেণী 



























