ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম, সম্পাদক মাঈন উদ্দিন

মহিউদ্দিন মহি (ফেনী প্রতিনিধি): কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি পদে সাপ্তাহিক নির্ভীকের সম্পাদক ও প্রকাশক জাফর সেলিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর ফেনী জেলা প্রতিনিধি ও ফেনীর কথা ডটকম সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার বিকালে শহরের রাজাঝির দীঘির পশ্চিম পাড়স্থ ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ কমিটি ঘোষণা দেওয়া হয় । এ সময় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট গাজী তারেক আজিজ ও নির্বাচন কমিশনের সদস্য মাস্টার মোজাফফর আলীসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি শেহাব উদ্দিন লিটন (দৈনিক আমার সংবাদ/নিউ নেশন), সহ-সাধারণ সম্পাদক-জিয়া উদ্দিন সোহাগ (এশিয়ান টেলিভিশন), কোষাধ্যক্ষ-কাজী নজির আহমদ (সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্য কথা), দপ্তর সম্পাদক এম.নাসির উদ্দিন (দৈনিক আজকের সংবাদ), প্রচার সম্পাদক-সাদ্দাম হোসেন (বাংলাদেশ বুলেটিন/সমসাময়িক প্রতিদিন), সাহিত্য সম্পাদক-সাইফ সুমির (দৈনিক আমাদের ফেনী), সাংস্কৃতিক সম্পাদক-সাহেদ চৌধুরী (দৈনিক নবচেতনা), ক্রীড়া সম্পাদক-রাজিব মাসুদ (নতুনআলো প্রতিদিন) ও নির্বাহী সদস্য হাবিবুর রহমান খান (দৈনিক ইত্তেফাক), শাহজালাল রতন (দৈনিক সমকাল), নান্টু লাল দাস (নতুনআলো প্রতিদিন),আবু ইউসুফ মিন্টু (দৈনিক আমাদের সময়), সাখাওয়াত হোসেন সুমন (দৈনিক আলোকিত দেশ), শাহাদাত হোসেন (অপরাধ সন্ধ্যানে) এবং সাধারণ সদস্য নিজাম উদ্দিন সজিব (মোহনা টেলিভিশন), মেহরাব হোসেন মেহেদী (জিএসনিউজ), ইসমাইল হোসেন (দৈনিক আমাদের ফেনী), ওমর ফারুক ভূঞা (সাপ্তাহিক ফেনীর শক্তি), মাসুম বিল্লাহ (দৈনিক মুক্ত খবর) মহি উদ্দিন মহি (দৈনিক মুক্তির লড়াই) সালাহ উদ্দিন (বাংলাদেশ সমাচার) মহি উদ্দিন মধু (ফেনী জেলা নিউজ), ওমর ফারুক ভুইয়া (দৈনিক সোনালি কন্ঠ), এস.এইচ খোকন (দৈনিক লাখোকন্ঠ), দিদারুল আলম (দৈনিক নতুন সময়), সজিব দেবনাথ (সাপ্তাহিক নির্ভীক/ফেনীর আলো)। এছাড়া সহযোগী সদস্য পদে রয়েছেন নাসির উদ্দিন চৌধুরী (দৈনিক শব্দ মিছিল) আবদুর রহিম রুবেল (দৈনিক নওরোজ), নুর হোসেন কামরুল (অপরাধ জগত), রমজান আলী (সাপ্তাহিক খোঁজখবর) ও ইকবাল সুমন (দৈনিক খবর বাংলাদেশ), আবদুল মমিন (ভোরের প্রভাত)।

আপলোডকারীর তথ্য

অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

SBN

SBN

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম, সম্পাদক মাঈন উদ্দিন

আপডেট সময় ০৩:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

মহিউদ্দিন মহি (ফেনী প্রতিনিধি): কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি পদে সাপ্তাহিক নির্ভীকের সম্পাদক ও প্রকাশক জাফর সেলিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর ফেনী জেলা প্রতিনিধি ও ফেনীর কথা ডটকম সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার বিকালে শহরের রাজাঝির দীঘির পশ্চিম পাড়স্থ ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ কমিটি ঘোষণা দেওয়া হয় । এ সময় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট গাজী তারেক আজিজ ও নির্বাচন কমিশনের সদস্য মাস্টার মোজাফফর আলীসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি শেহাব উদ্দিন লিটন (দৈনিক আমার সংবাদ/নিউ নেশন), সহ-সাধারণ সম্পাদক-জিয়া উদ্দিন সোহাগ (এশিয়ান টেলিভিশন), কোষাধ্যক্ষ-কাজী নজির আহমদ (সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্য কথা), দপ্তর সম্পাদক এম.নাসির উদ্দিন (দৈনিক আজকের সংবাদ), প্রচার সম্পাদক-সাদ্দাম হোসেন (বাংলাদেশ বুলেটিন/সমসাময়িক প্রতিদিন), সাহিত্য সম্পাদক-সাইফ সুমির (দৈনিক আমাদের ফেনী), সাংস্কৃতিক সম্পাদক-সাহেদ চৌধুরী (দৈনিক নবচেতনা), ক্রীড়া সম্পাদক-রাজিব মাসুদ (নতুনআলো প্রতিদিন) ও নির্বাহী সদস্য হাবিবুর রহমান খান (দৈনিক ইত্তেফাক), শাহজালাল রতন (দৈনিক সমকাল), নান্টু লাল দাস (নতুনআলো প্রতিদিন),আবু ইউসুফ মিন্টু (দৈনিক আমাদের সময়), সাখাওয়াত হোসেন সুমন (দৈনিক আলোকিত দেশ), শাহাদাত হোসেন (অপরাধ সন্ধ্যানে) এবং সাধারণ সদস্য নিজাম উদ্দিন সজিব (মোহনা টেলিভিশন), মেহরাব হোসেন মেহেদী (জিএসনিউজ), ইসমাইল হোসেন (দৈনিক আমাদের ফেনী), ওমর ফারুক ভূঞা (সাপ্তাহিক ফেনীর শক্তি), মাসুম বিল্লাহ (দৈনিক মুক্ত খবর) মহি উদ্দিন মহি (দৈনিক মুক্তির লড়াই) সালাহ উদ্দিন (বাংলাদেশ সমাচার) মহি উদ্দিন মধু (ফেনী জেলা নিউজ), ওমর ফারুক ভুইয়া (দৈনিক সোনালি কন্ঠ), এস.এইচ খোকন (দৈনিক লাখোকন্ঠ), দিদারুল আলম (দৈনিক নতুন সময়), সজিব দেবনাথ (সাপ্তাহিক নির্ভীক/ফেনীর আলো)। এছাড়া সহযোগী সদস্য পদে রয়েছেন নাসির উদ্দিন চৌধুরী (দৈনিক শব্দ মিছিল) আবদুর রহিম রুবেল (দৈনিক নওরোজ), নুর হোসেন কামরুল (অপরাধ জগত), রমজান আলী (সাপ্তাহিক খোঁজখবর) ও ইকবাল সুমন (দৈনিক খবর বাংলাদেশ), আবদুল মমিন (ভোরের প্রভাত)।