
ফেরারী
জেবুন্নেছা জেবু
নিজ বৃত্তের আড়ালে
ফেরারী হতে চায় সকলে,
নিয়মের কারণে মানিয়ে বা মেনে
জীবন বহন করে যায় গোপনে।
ভালোবেসে ঘর বাঁধে ভাঙ্গে
সুখের খুজেঁ তীরে তীরে,
মনের প্রবঞ্চনায়
মানুষ নিজেকে ঠকায়।
ঘরে ফিরে ক্ষণকালের বাসনায়
উড়ন্ত মন উড়ে অজানায়,
যতোই করো চেষ্টা বাস্তবতায়
মনের মতো মন কি পাওয়া যায়?
ভালোবাসা জীবনের আশা
সবটাই মনের অদম্য তৃষ্ণা,
বেশ আছি নিয়ে আছে যা
বলো না একথা বলে ক’জনা?