
বিনোদন ডেস্ক :
তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী এহসান ভাবনা । সম্প্রতি কানাডার মন্ট্রিয়লে উত্তর আমেরিকা প্রবাসী বাঙালিদের অন্যতম সাংস্কৃতিক ৩৯তম ফোবানা উৎসব তিনদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ।
নাট্যকার মামুনুর রশীদের উপস্থিতিতে ফোবানা উৎসবের গালা নাইট শুরু হয়ে তিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে উত্তর আমেরিকার শিল্পীসহ বাংলাদেশের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া; জায়েদ খান ; মডেল ও অভিনেত্রী এহসান ভাবনাসহ আরও অনেকশিল্পী অংশ নেন। এহসান ভাবনা এতে সাংস্কৃতিক নাচের পারফরম্যান্স এ অংশ নেন। এ প্রসঙ্গে এহসান ভাবনা জানান; দেশের গন্ডি পেরিয়ে দেশের বাহিরে কাজ করে দেশের নাম উজ্জ্বল করতে পেরেছি; এটাই সবচেয়ে বড় স্বার্থকতা। এছাড়া প্রবাসী বাঙালির অনেকে এ উৎসবে স্টোল নিয়ে বাঙালি ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেছেন।দর্শক ও ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল। এককথায়; উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে৷