
চীন ফেডারেশন অফ লিটারারি অ্যান্ড আর্ট সার্কেল আয়োজিত ১৩তম চীন আন্তর্জাতিক লোকশিল্প উৎসব গত (বৃহস্পতিবার) রাতে চীনের কুয়াংতোং প্রদেশের ফোশান শহরে শুরু হয়। ৫টি মহাদেশের ১৩টি দেশের শিল্প দল ও চীনা আর্ট ট্রুপের মোট ৫০০ জনেরও বেশি শিল্পী একসঙ্গে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করেছে।
উৎসবটি ক্যান্টোনিস অপেরা ও ঐতিহ্যবাহী নাচে শুরু হয়। পরে নিউজিল্যান্ডের মাওরি হাকা, যুক্তরাষ্ট্রের পশ্চিমা নৃত্য, জর্জিয়ান লোকনৃত্যসহ ১৩টি দেশের শিল্পীরা বিভিন্ন দিক থেকে বিশ্ব সভ্যতার সমৃদ্ধি ও বৈচিত্র্য প্রদর্শন করে।
এবারের লোকশিল্প উৎসবের প্রতিপাদ্য হল ‘পাহাড় ও সমুদ্র অতিক্রম, একসঙ্গে ভবিষ্যতকে স্বাগতম’। উৎসব চলাকালে শোভাযাত্রা, তৃণমূল পর্যায়ের সাংস্কৃতিক গ্রুপের ট্যুর, দেশি-বিদেশি শিল্পীদের উৎসব ইত্যাদি কার্যক্রম আয়োজন করা হবে। বিভিন্ন দেশের শিল্প দলগুলো তোংকুয়ান, চুহাই, শেনচেন ইত্যাদি শহরে ভ্রমণ করবে, চমৎকার পরিবেশনার মাধ্যমে একে অপরের কাছ থেকে শিখবে এবং চীন ও বিদেশি সাংস্কৃতিক বিনিময় ও মানুষের মধ্যে বন্ধুত্বের সেতু তৈরি করবে।
সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।