ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উইলিয়াম লাইয়ের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া: যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন Logo ফ্রান্স ও চীনের ফার্স্ট লেডির সাথে অভিনেতাদের বন্ধুত্বপূর্ণ মতবিনিময় Logo সভ্যতার বিনিময়ে নতুন মাত্রা: সি চিন পিং-ম্যাকখোঁ বৈঠক Logo ব্রিকস, বেল্ট অ্যান্ড রোড ও বৈশ্বিক শাসন গ্রন্থের ইংরেজি সংস্করণ উন্মোচন Logo ৬ ডিসেম্বর: রক্তক্ষয়ী যুদ্ধ, গেরিলা অভিযান, আন্তর্জাতিক স্বীকৃতি আর বিজয়ের অমর ইতিহাস Logo মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক Logo কটিয়াদীতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার Logo ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন পার্কের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ কবে হবে? Logo মোংলার রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের অবহেলায় প্রসূতির মৃত্যু Logo কালীগঞ্জে ডাক্তারের দেয়া ঔষধ পরিবর্তন করার অভিযোগ জালাল ফার্মেসী’র বিরুদ্ধে

ফ্রান্স ও চীনের ফার্স্ট লেডির সাথে অভিনেতাদের বন্ধুত্বপূর্ণ মতবিনিময়

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর স্ত্রী ব্রিজিট ম্যাকখোঁ ৪ ডিসেম্বর সকালে বেইজিং পিপলস আর্ট থিয়েটার পরিদর্শন করেন। ব্রিজিট ম্যাকখোঁ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর সঙ্গে চীন সফর করছেন।

মাদাম ফেং লি ইউয়ান এবং মাদাম ব্রিজিট ম্যাকখোঁ বেইজিং থিয়েটার জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তাঁরা বেইজিং পিপলস আর্ট থিয়েটারের উন্নয়ন এবং ফরাসি থিয়েটার সম্প্রদায়ের সঙ্গে এর বিনিময় সম্পর্কে অবহিত হন। দুই ফার্স্ট লেডি থিয়েটারে ক্লাসিক নাটক ‘টি হাউজ’-এর মঞ্চস্থ পরিবেশনা অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখেন। থিয়েটার সেন্টারে, ফেং লি ইউয়ান ব্রিজিট ম্যাকখোঁকে নাটকের কিছু অংশ দেখার জন্য আমন্ত্রণ জানান এবং অভিনেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মতবিনিময় করেন।

ফেং লি ইউয়ান বলেন যে, চীনা নাট্যকাররা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তাদের শৈল্পিক সৃষ্টিতে চমৎকার ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে ধারণ ও প্রচার করার পাশাপাশি বিদেশি নাটক থেকে শিক্ষণীয় বিষয় গ্রহণ করে উদ্ভাবনী উন্নয়নকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছেন। চীন এবং ফ্রান্স উভয়ই প্রধান সাংস্কৃতিক শক্তি। তিনি আশা করেন, উভয় দেশের শিল্পীরা যেন বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে আরও শক্তিশালী করে এবং আরও অসাধারণ শিল্পকর্ম তৈরি করতে পারে।

ব্রিজিট ম্যাকখোঁ ফেং লি ইউয়ানকে তাঁর চমৎকার আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি চীনা নাটকের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে সক্রিয়ভাবে প্রচার করতে ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধিতে তাঁর আগ্রহ প্রকাশ করেন।

সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উইলিয়াম লাইয়ের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া: যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

SBN

SBN

ফ্রান্স ও চীনের ফার্স্ট লেডির সাথে অভিনেতাদের বন্ধুত্বপূর্ণ মতবিনিময়

আপডেট সময় ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর স্ত্রী ব্রিজিট ম্যাকখোঁ ৪ ডিসেম্বর সকালে বেইজিং পিপলস আর্ট থিয়েটার পরিদর্শন করেন। ব্রিজিট ম্যাকখোঁ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর সঙ্গে চীন সফর করছেন।

মাদাম ফেং লি ইউয়ান এবং মাদাম ব্রিজিট ম্যাকখোঁ বেইজিং থিয়েটার জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তাঁরা বেইজিং পিপলস আর্ট থিয়েটারের উন্নয়ন এবং ফরাসি থিয়েটার সম্প্রদায়ের সঙ্গে এর বিনিময় সম্পর্কে অবহিত হন। দুই ফার্স্ট লেডি থিয়েটারে ক্লাসিক নাটক ‘টি হাউজ’-এর মঞ্চস্থ পরিবেশনা অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখেন। থিয়েটার সেন্টারে, ফেং লি ইউয়ান ব্রিজিট ম্যাকখোঁকে নাটকের কিছু অংশ দেখার জন্য আমন্ত্রণ জানান এবং অভিনেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মতবিনিময় করেন।

ফেং লি ইউয়ান বলেন যে, চীনা নাট্যকাররা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তাদের শৈল্পিক সৃষ্টিতে চমৎকার ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে ধারণ ও প্রচার করার পাশাপাশি বিদেশি নাটক থেকে শিক্ষণীয় বিষয় গ্রহণ করে উদ্ভাবনী উন্নয়নকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছেন। চীন এবং ফ্রান্স উভয়ই প্রধান সাংস্কৃতিক শক্তি। তিনি আশা করেন, উভয় দেশের শিল্পীরা যেন বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে আরও শক্তিশালী করে এবং আরও অসাধারণ শিল্পকর্ম তৈরি করতে পারে।

ব্রিজিট ম্যাকখোঁ ফেং লি ইউয়ানকে তাঁর চমৎকার আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি চীনা নাটকের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে সক্রিয়ভাবে প্রচার করতে ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধিতে তাঁর আগ্রহ প্রকাশ করেন।

সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।