ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্রাহ্মণপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব Logo পলাশবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo মহেশখালীতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ কুখ্যাত সন্ত্রাসী আটক Logo বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন উদ্ধার Logo মানবাধিকার পরিষদে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে চীন Logo চীন প্রতিষ্ঠার বার্ষিকীতে প্রেসিডেন্টের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা Logo জাতিসংঘভিত্তিক শান্তি ও উন্নয়ন স্বপ্ন বাস্তবায়নে বেইজিংয়ের প্রতিশ্রুতি Logo বর আসার আগেই বাড়িতে হাজির পুলিশসহ উপজেলা প্রশাসন Logo গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল বিভাগের ২ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা Logo দুর্নীতির দায়ে ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপি চেয়ারম্যানে পদ শূন্য ঘোষণা

বকুল

বকুল
নন্দিনী লুইজা

বকুল হেমন্তের পড়ন্ত বিকেলে বসে আছে আনমনে গাছের তলে,
দূর থেকে কাশবন ঘন মনে হয় এটা সত্য- তা সে জানে।
তেমনি ভালোবাসা ভালোলাগা দূর থেকেই বেশি করে কাছে টানে,
উপলব্ধি করা যায় যখন ভালোলাগাটা ভালোলাগায় পরিণত হয়।
তখন কল্পনার জগতে ফানুস উড়াতে বড়ই ইচ্ছে হয় –
বকুল ভাবিনি বকুল ফুলের মতই ঝরে যাবে সকাল হতেই,
পথিক পায়ে দোলে যায়, কেউবা ফুল কুড়িয়ে মালা গেঁথে, প্রেমিকা প্রেমিককে উপহার দেয় বকুল ফুলের মালা;
প্রেমিক পুরুষ যতনে তুলে রাখে শুকিয়ে গেলেও সুগন্ধি ছড়াবে।
কিন্তু ভালোবাসার ক্ষেত্রে যতই পুরনো হতে থাকে ফিকে হয়,
ভালোবাসা সহজ তবে ভালবাসাকে হৃদয়ে ধরে রাখা অনেক কঠিন।
বকুল এই পড়ন্ত বিকেলে আকাশের দিকে তাকিয়ে থাকে- বিশাল আকাশ প্রতিনিয়ত বিশালতার মধ্যেই বেড়ে ওঠা;
ফেলে আসা দিনগুলোর কথা কতই না ভালোবাসা-
কতো না সরল সহজ ভাবে সত্যের স্বীকারোক্তি দিয়ে জীবন।
সত্য মিথ্যের পরীক্ষা চলে অবিরত -বকুল পরীক্ষা দেয়,
পাশ করে কিনা বাবু সাব জানে, তবে মিথ্যা যে বলে না এটা সে জানে।
যুগ যুগ ধরে বকুলেরা বোকার মতো ভালবাসার পসরা সাজায়,
ভুলে যায় রাত ফুরলে ভোরের শিশিরের মুক্তো দানাগুলো
সূর্যের আলো পড়লেই নিমিষে মিলে যাবে, বকুল ফুল ঝরে যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব

SBN

SBN

বকুল

আপডেট সময় ০১:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

বকুল
নন্দিনী লুইজা

বকুল হেমন্তের পড়ন্ত বিকেলে বসে আছে আনমনে গাছের তলে,
দূর থেকে কাশবন ঘন মনে হয় এটা সত্য- তা সে জানে।
তেমনি ভালোবাসা ভালোলাগা দূর থেকেই বেশি করে কাছে টানে,
উপলব্ধি করা যায় যখন ভালোলাগাটা ভালোলাগায় পরিণত হয়।
তখন কল্পনার জগতে ফানুস উড়াতে বড়ই ইচ্ছে হয় –
বকুল ভাবিনি বকুল ফুলের মতই ঝরে যাবে সকাল হতেই,
পথিক পায়ে দোলে যায়, কেউবা ফুল কুড়িয়ে মালা গেঁথে, প্রেমিকা প্রেমিককে উপহার দেয় বকুল ফুলের মালা;
প্রেমিক পুরুষ যতনে তুলে রাখে শুকিয়ে গেলেও সুগন্ধি ছড়াবে।
কিন্তু ভালোবাসার ক্ষেত্রে যতই পুরনো হতে থাকে ফিকে হয়,
ভালোবাসা সহজ তবে ভালবাসাকে হৃদয়ে ধরে রাখা অনেক কঠিন।
বকুল এই পড়ন্ত বিকেলে আকাশের দিকে তাকিয়ে থাকে- বিশাল আকাশ প্রতিনিয়ত বিশালতার মধ্যেই বেড়ে ওঠা;
ফেলে আসা দিনগুলোর কথা কতই না ভালোবাসা-
কতো না সরল সহজ ভাবে সত্যের স্বীকারোক্তি দিয়ে জীবন।
সত্য মিথ্যের পরীক্ষা চলে অবিরত -বকুল পরীক্ষা দেয়,
পাশ করে কিনা বাবু সাব জানে, তবে মিথ্যা যে বলে না এটা সে জানে।
যুগ যুগ ধরে বকুলেরা বোকার মতো ভালবাসার পসরা সাজায়,
ভুলে যায় রাত ফুরলে ভোরের শিশিরের মুক্তো দানাগুলো
সূর্যের আলো পড়লেই নিমিষে মিলে যাবে, বকুল ফুল ঝরে যাবে।