
মোহাম্মদ আজগার আলী,
ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত হামিদপুর ইউনয়নের বৈগ্রাম ও কাশিয়াডাঙ্গা এলাকার মানুষ ক্ষতিপুরন সহ ৬ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে খনি কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে কার্যকর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে খনি অবরোধসহ কঠোর কর্মসুচি ঘোষনা করা হবে।
শনিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এলাকার ক্ষতিগ্রস্ত কয়েকশত নারী-পুরুষ ভুমি ও বসতবাড়ি রক্ষা কমিটির ব্যানারে বৈগ্রামে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে। গ্রামবাসীর অভিযোগ কয়লা উত্তোলনের কারনে ওই দুই গ্রামের প্রায় ৮’শ বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে এবং এতে প্রায় দেড় হাজার পরিবার কমবেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়লা উত্তোলনের কারনে এলাকায় দিনে রাতে বিভিন্ন সময় প্রচন্ড কম্পন হয়। এলাকার মানুষ ঝুকি নিয়ে আতংকে বসবাস করছে।
এলাকাবাসীর অভিযোগ- এই দুই গ্রামের ঘর-বাড়ি এর আগেও একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন খনি কর্তৃপক্ষ ক্ষতিপুরন দিয়েছিল। এবার আবার নতুন করে একইভাবে ক্ষতিগস্ত হয়েছে।
মানববন্ধন থেকে হুশিয়ারি দেয়া হয় দ্রুত সময়ের মধ্যে বসতবাড়ি ফাঁটল বিষয়ে খনি কর্তপক্ষের সিদ্ধান্ত গ্রহন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের চাকরী প্রদান, সুপেয় পানির ব্যবস্থাসহ ৬দফা বাস্তবায়ন করা না হলে খনি অবরোধ সহ কঠোর কর্মসুচি গ্রহন করা হবে।