
বড়াই
– সৌমেন্দু লাহিড়ী
ও দাদাভাই, করছ বড়াই
তুমি কিসের তরে?
তোমার নামও লাইনে আছে
কারও না কারও পরে।
আসবে যেদিন, সেদিন তুমি
যাবে সে কোন পারে–
যেথা হতে কেউ কোনদিন
আসে না আর ফিরে।
সম্পত্তি থাকবে পড়ে
যা যেখানে আছে,
আপনজনও রইবে না গো
তখন তোমার কাছে।
ও দিদিভাই, রূপের বড়াই
ক’দিন বল থাকে?
কাঁচা আমও সময় হলে
গাছে ঠিকই পাকে।
কোনকিছুই স্থায়ী না হেথায়
মহাবিশ্বের মাঝে,
যে ফুল ফোটে সকালবেলা,
ঝরে সে ফুল সাঁঝে।
জ্ঞানীজনেদের এই মহাজ্ঞান
রয়েছে ঠিকই কাছে,
যে সৃষ্টি মাঝে অবশ্যই
লয় লুকিয়ে আছে।।
সৌমেন্দু লাহিড়ী
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।