মোঃ রায়হান,
ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা
অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি”এ প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে র্যালি,মহড়া শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী মহাদেবপুরে সংসদ সদস্য জনাব ছলিম উদ্দীন তরফদার এমপি উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান, সমাজসেবা অফিসার মোঃ রাজিব আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব জবির উদ্দীন এফএফ, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআনোয়ার হোসেন, মথুরাপুর ইউপির চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (কিশোর), কোলা ইউপির চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম (স্বপন), সহকারী কমিশান ভূমি মোছাঃ আতিয়া খাতুন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃআতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃময়নুল ইসলাম, বদলগাছী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তাহেরুল ইসলাম, সাংবাদিক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।