
বন্ধু
বিধান চন্দ্র দেবনাথ
বন্ধু মানে খেলার সাথী
বন্ধু মানে সখা,
বন্ধু মানে দূর থেকেও
প্রতি দিনই দেখা।
বন্ধু মানে মোবাইল হাতে নিয়ে
একটা মিস কল,
বন্ধু মানে কোথায় আছিস?
জলদি করে বল।
বন্ধু মানে রাস্তার মোড়ে
বসে আড্ডা দেওয়া,
বন্ধু মানে রেস্টুরেন্টে গিয়ে
ভালো মন্দ খাওয়া।
বন্ধু মানে পরীক্ষার হলে
খাতা দেখিয়ে যাওয়া,
বন্ধু মানে রাস্তায় বের হলেই
গলা ছেড়ে গান গাওয়া।