বন্ধু আত্বকেন্দ্রিক নাকি স্বার্থপর।
বন্ধুত্ব নাকি অন্য কিছু?
এই যেন হেমিলনের বাঁশি ওয়ালার গল্পের আত্বরূপ।জাদুকরি সুরে পাগল করে সকল ইদুর ধরার ফাঁদ।
বাংলাদেশ এর জনগনের পরম বন্ধু স্বাধীনতার স্বপ্নের সহযোগি ভারত তবে মাঝে মাঝে মনে হয় আত্মবোধ মনভাবটায় বেশি। তাই…
ভারতের শিলিগুড়ি করিডোর (চিকেন নেক) দিয়ে বাংলাদেশ- নেপালের দূরত্ব মাত্র ২১ কিলোমিটার। এই অংশ দিয়ে বাংলাদেশ নেপালের সাথে কম খরচে সড়কপথে বানিজ্য করতে চায়। কিন্তু দীর্ঘকাল দেনদরবার করা সত্ত্বেও আজও ভারত সেই ট্রানজিট দেয় নাই।
অন্যদিকে কলকাতা – ত্রিপুরার ১,৬৫০ কিমি দূরত্ব বাংলাদেশের উপর দিয়ে ভারতের জন্য এখন মাত্র ৪০০ কিমি। ভারত সহজেই এই পথ দিয়ে ট্রানজিট সুবিধা পেয়ে ব্যবহার করে চলেছে দীর্ঘদিন থেকে।
শাহীদুল হক
টেকনিক্যাল কনসার্ন, দৈনিক মুক্তির লড়াই।