
মোঃ জাহাঙ্গীর আলম
বন্ধু যদি হয় মনের মত
মনটাও খুব ভালো।
এমন বন্ধুই মোচন করবে
সারা জীবনের কালো।
অন্ধকার টা পেরিয়ে গেলেই
সরে যাবে সব কালো।
বেঁচে থাকার জাগবে আশা
যখন দেখবে আলো।
আলোর পথে হাটো সবাই
কালোকে রাখো দূরে।
কাঙ্খিত সফলতায় পৌঁছবে তুমি
জীবনটা যাবে ঘুরে।
ভালো বন্ধু মরীচিকা নয়
সত্যি সত্যি আলোর পথ।
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে তুমি
ইনশাআল্লাহ আসবে না মুসিবত।
বন্ধু যদি হয় পরোপকারী
বিপদে হাত বাড়ায়।
যখনই বিপদ তখনই পাশে
নির্ভরতা হয়ে দাঁড়ায়।
হাত বাড়ালেই বন্ধু হয় না
যদি বিপদে না পাও।
ওর পিছনে ব্যয় করবে যাহা
সবই হবে ফাও।
বিপদ আসলেই চেনা যায়
মানুষটা আসল বন্ধু কিনা।
নানাভাবে সরে যাবে
করবে নানা বাহানা।
বন্ধু যদি তোমার সফলতায়
করে হিংসা বিদ্বেষ।
ছুড়ে ফেলে দাও হৃদয় থেকে
এটা আমার নির্দেশ।
তোমার যোগ্যতাকে বন্ধু যদি
করে নানাভাবে অবমূল্যায়ন।
এমন মানুষকে বন্ধু মনে করার
নেই তো প্রয়োজন।
ধনী গরিব না ভেবে যদি
করে মানুষ হিসেবে মূল্যায়ন।
এমন মানুষকেই বন্ধু করা
তোমার একান্ত প্রয়োজন।
ভালো মানুষের গুণাবলী
যেই মানুষের থাকে।
বন্ধু হিসেবে ভালো বন্ধু
বলতে পারো তাকে।
বন্ধুর মধ্যে আছে কিনা
ভালো মানুষের গুণ।
যদি থাকে গুনাবলী
বন্ধু হিসেবে ভাবুন।
যাচাই বাছাই করে
বন্ধুত্বের হাত বাড়ান।
ভালো মানুষ হলেই তাকে
নিজের বন্ধু বানান।
বন্ধুকে দেখলে যদি
আল্লাহ ও রাসূলের কথা হয় স্মরণ।
এমন বন্ধুকে আঁকড়ে ধরো
তোমার সারাটা জীবন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























