
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লা উপেজলা স্বেচ্ছাসেবী ফোরামের একদল স্বেচ্ছাসেবী কুমিল্লা জেলার বুড়িচং, ব্রাক্ষণপাড়া, দেবিদ্বার, লাকসাম, উপজেলায় এবং ফেনী, নোয়াখালী বন্যাকবলিত মানুষের সহায়তা কার্যক্রম করে আসছে।
এখন পর্যন্ত চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর পক্ষ থেকে ৪৫০০ জন মানুষকে রান্না করা খাবার, ৬০০ প্যাকেট শুকনো খাবার এবং ২৫০ প্যাকেট সহ ইত্যাদি সামগ্রী পৌঁছে দিয়েছি।
এতো বড় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়েছে চান্দিনা উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের এবং বিভিন্ন সংগঠনে ও প্রবাসীদের জন্য।
চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম ২০২২ সালে সফলতার সাথে সিলেট, কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকায় ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছিল।
চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম পুনর্বাসন নিয়ে কাজ করবে বলে জানান ফোরামের দায়িত্বশীলরা।
দায়িত্বশীলরা জানান, “দেশের যে কোন খারাপ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই প্রয়াস। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে মানুষ থাকলেই একটি সুন্দর দেশ গড়ে উঠবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো বিপদেই আমরা হারবো না। এই কার্যক্রমটি সফল করতে যে সকল স্বেচ্ছাসেবী ভাইয়েরা তাদের স্বেচ্ছাশ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ফোরামের এই উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করেছে। বানভাসীদের পাশে দাঁড়ানোর তাদের এই অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বন্যাকবলিত এলাকায় কাপড়, চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, সুজি, আলু, চিনি, মোমবাতি, স্যালাইন, চকলেট, টুথপেস্ট, লাইটার, সাবান, গ্যাস্ট্রিক ও পেট খারাপের ওষুধ, প্যারাসিটামল, স্যানিটারি প্যাড, মুড়ি, টোস্ট, এবং বিশুদ্ধ পানিসহ শিশুদের জন্য বিশেষ খাবার, কাপড় ও ওষুধ। ৬ষ্ঠ ধাপের মাধ্যমে পৌঁছাতে সক্ষম হয়েছে।
চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করছে- কামাল হোসেন, মোঃ আলাউদ্দিন, নাজমুল খাঁন আভান, ইব্রাহিম খলিল, ফারজানা শারমিন।
সার্বিক সহযোগিতায় কাজ করছেন- কোর্চ দ্বীনুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম নূর, হাফেজ মাওলানা কামরুজ্জামান, মোহাম্মদ ইব্রাহিম খলিল, রুপম আহমেদ, মাসুম, মাহদী হাসান, হোসাইন আল মাসুদ, জাহিদুল ইসলাম হানজালা, মাওলানা শাহাদাৎ, জাবেদ, মোশারফ, আজহারুল, হোসাইন, সহ বিভিন্ন সংগঠনে দায়িত্ববানরা।
মুক্তির লড়াই ডেস্ক : 


























