
সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার সাইদুর তক্ষক সহ বরগুনার ডিপি পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে,
গত ০৪/০১/২০২৩ ইং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনার এসআই/নিঃ জাহিদ হোসেন কবির এর নেতৃত্বাধীন একটি চৌকশ টিম অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামি মোঃ সাইদুর রহমান গাজী (৫৬), পিতা-মৃত নুর মোহাম্মদ গাজী, সাং-বৈঠাকাটা,চাওড়া ইউপি, থানা-আমতলী,জেলা-বরগুনার বসত ঘরের বারান্দায় রক্ষিত বাক্স হতে ০২ (দুই) টি তক্ষক উদ্ধার করেন।
পরে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে আমতলী থানায় বন্যপ্রাণী আইনে মামলা রুজু করা করেছেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























