বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা কারিতাস এর আইসিডিপি প্রকল্পের আওতায় দরিদ্র সিসিইউ সদস্যদের মধ্যে ৩০শে জানুয়ারি রোজ সোমবার সকাল ১০টা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কারিতাস সিসিইউ ফেডারেশনের সভাপতি মি:মংথিন জো এর সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আজাদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) মি:উচোমেন, সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।
উক্ত প্রকল্পের অধীনে দরিদ্র সি সি ইউ সদস্যদের ৪৮জন সদস্যের মাঝে ২০০০ টাকা করে মোট ৯৬,০০০ হাজার টাকা প্রধান করা হয়।