
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লা ৮ বরুড়া আসনের আওয়ামী লীগ মনোনীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম এর পক্ষে আচরণ বিধি লঙ্ঘন করায় দু জন কে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
২ জানুয়ারী ২৩ ইং সকালে আড্ডা ইউনিয়নের পিলগীরি গ্রামে নির্দ্বারিত সময়ের আগে মাইক ব্যবহার করায় বরুড়া পাঠানপাড়া গ্রামের জাফর আলীর ছেলে সোহাগ (২৭) কে ৫ হাজার টাকা ও পীলগিরী গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে মোঃ রায়হান কে ৫ হাজার টাকা মোট দুজন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ২৩ বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন। এ সময় বরুড়া থানা পুলিশের একটি চৌকষ টিম এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রট এর সাথে ছিলেন।