মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সন্ধা ৭ টার দিকে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে “বরুড়া প্রেসক্লাব ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এ মেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের যুগ্ম-সচিব মনিন্দ্র কিশোর মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, ডিজিএম জালাল উদ্দিন, গ্লোবাল ইসলামি ব্যাংকের কুমিল্লা ব্রাঞ্চের ম্যানেজার শাহানুর আলম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইকরামুল হক, আধিবাসী নারী সমিতির সভাপতি লাকি মনি সীনহা।
উদ্বোধন শেষে মেলায় সাংস্কৃতিক ও মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।