স্টাফ রির্পোটার
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরুড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৮ই ডিসেম্বর বেলা এগারটায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাড্য শোভাযাত্রা শেষে বরুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাকের সহায়তায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি০১ (বরুড়া) ‘র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বিশিষ্ট সমাজকর্মী মোঃ আনোয়ার হোসেন, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, বক্তঋণ সামাজিক সংগঠনের প্রবাসী ফোরামের সভাপতি গাজী ওয়াহিদুল ইসলাম, মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, ব্র্যাক কর্মকর্তা মোঃ গোলামুর রহমান সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।