
স্টাফ রিপোর্টার
“অধিকার সমতা, ক্ষমতায়ন নারী কণ্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরুড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন আলোচনা সভা ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। ৮ই মার্চ বেলা ১১টায় বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগমের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার, সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ ইকরামুল হক, সাধারণ সম্পাদক কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া সহ প্রমুখ।
এদিন নারী উদ্যোক্তা হিসেবে খোশবশ দঃ ইউনিয়নের ইউনিয়নের মস্কিপুরের জোসনা আক্তার, আড্ডা ইউনিয়নের ছোট তুলাগাঁও এলাকার কাজল রেখা ও আগানগর ইউনিয়নের বাড়াইপুর এলাকার মোসাঃ সাফিয়া বেগম কে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।