
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে ইজরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনী মুসলিমদের পক্ষে ৭ এপ্রিল ২৫ ইং দিন ব্যাপি বিভিন্ন ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টার দিকে বরুড়া সরকারি কলেজ ও পৌরসভা ছাত্র দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপর দেড় টার দিকে বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুপর ২ টার দিকে বরুড়া তৌহিদী জনতার ব্যানারে পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টার দিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকলের দাবী ইজরায়েলী আগ্রাসন বন্ধ করার দাবী জানিয়ে বলেন ফিলিস্তিন মুসলিম সম্প্রদায় কে শান্তিপূর্ণ ভাবে বসবাস করার সুযোগ দিতে হবে। ফিলিস্তিন বাসী শান্তিতে বসবাস করা তাদের অধিকার।
মুসলিম ভাইদের কে প্রতিবাদ স্বরুপ তাদের সকল পণ্য বর্জন করার আহবান জানান।