
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
পবিত্র মাহে রমজানে বরুড়ায় ক্রেতা সাধারণের মনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ন্যায্য মূল্যের দোকান চালু করেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
১২ই মার্চ সকাল দশটায় ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেছেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এ সময় তিনি বলেন, এই মহতি উদ্যোগের জন্য মাহে রমজানে সাধারণ ক্রেতা-ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনু’র সার্বিক ব্যবস্থাপনায় এই ন্যায্য মূল্যর দোকানে দুধ ৮০ টাকা, ডিম ৯.৫০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।