
মোঃ ইলিয়াছ ইলিয়াছ আহমদ, বরুড়া
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বরুড়া পৌরসভায় শতাধিক দুস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন আলোকিত সামাজিক সংগঠন ওরাই আপনজন।
বৃহস্পতিবার ১৪ই মার্চ দুপুর বারটায় বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটালের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ ইলিয়াস আহমদ এর সভাপতিত্বে শতাধিক দুস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১ (বরুড়া)’র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বি সি আই সির সাবেক জিএম মোঃ ফারুকুল ইসলাম, ওরাই আপনজন সংগঠনের উপদেষ্টা ও ডকটরস কমিউনিটি হসপিটাল এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আবদুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মহিন সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। এদিন বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলাবুট, সয়াবিন তৈল, মুড়ি, ডাল, পেঁয়াজ।
এ সময় অতিথি বৃন্দ বলেন, আপনারা বৃত্তবানরা সংগঠন কে অর্থনৈতিক ভাবে সহোযোগিতার হাত বাড়িয়ে দিন। এ সংগঠনটি মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























