মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলা পৌর সদর বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজির বাজারে আকাশ ছোঁয়া দাম।
কাঁচা মরিচ ৫০ গ্রাম ৩০ টাকা। ১ কেজির মূল্য দাঁড়ায় ৬ শো টাকা। তদরুপ দনিয়া পাতার একই দাম ৬ শো টাকা কেজি। পাতা সিম ১ কেজি ৩ শো ৮০ টাকা, কালো বেগুন (লম্ব) ১ শো ২০ টাকা, কচুর ছড়া কেজি ১ শো টাকা, লত ছই কেজি ১ শো ৮০ টাকা, ছোট একটি লাউ ১ শো টাকা। একটি ডিমের মূল্য ১৩ টাকা। হোটেলে গেলে এই ডিমের মূল্য দাঁড়ায় ৩০ টাকা। একজন খেটে খাওয়া মানুষের উপায় কি তা নিয়ে কি ভাবা যায়?
যার দৈনন্দিন আয় ৫ শো টাকা আর সংসারে যদি ৫ জন সদস্য থাকে কিভাবে তার সংসার চলবে। এ বিষয় ভাবা ও কঠিন হয়ে পড়ছে। অন্তরর্বর্তী সরকারের বানিজ্য উপদেষ্টা এ বিষয় মনিটরিং বৃদ্ধির জন্য ভোক্তারা জোর দাবী জানাচ্ছে।