
মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় জলবায়ু পরিবর্তন বিরূপ মোকাবেলায় বন বিভাগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর দুইটায় বরুড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা বন বিভাগের কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ মঈনুল ইসলাম, আগানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, রাজামারা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, আড্ডা ওমেদীয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ চৌধুরী, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, সাংবাদিক শরীফ উদ্দিন প্রমুখ।
এ সময় বরুড়া উপজেলার বিভিন্ন কলেজ মাদ্রাসা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 

























