
মোঃ ইকরামূল হক
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সোমবার থেকে সারাদেশের সাথে একযোগে ১৮ই সোমবার সকাল দশটায় শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান মিতু।
এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া, মাধ্যমিক কর্মকর্তা রতন কুমার সাহা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মৎস্য চাষীবও ঝলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ এয়াছিন মিয়াজী, আব্দুল বাতেন, মোঃ ইকবাল হোসেন।
বরুড়ায় মৎস্য চাষে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনজন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন এয়াছিন মিয়াজী, আব্দুল বাতেন ও ইকবাল হোসেন। সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য বলেন অবৈধভাবে দখলকৃত খালগুলি পুনরুদ্ধারে অভিযান চলছে ইতিমধ্যে লালমাই হতে যে খালটি আমড়াতলি, দিগলগাঁও, গামারুয়া ও পৌরসভার সাহারপদুয়া অংশে কাজ হয়েছে।আপনারা হতাশ না হয়ে চাষে লেগে থাকুন। উপজেলা প্রশাসন ও সরকারের মৎস্য অধিদপ্তর সর্বসময়ে আপনাদের পাশে রয়েছে।
সহ উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষীগন। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে ২৪ আগস্ট পর্যন্ত।