
মোঃ ইকরামুল হক
বরুড়ায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০শে মার্চ বৃহস্পতিবার বরুড়া লতিফপুর রেড উয়িং রেস্তোরাঁ এন্ড কনভেনশন হলে বরুড়া উপজেলা জামায়েতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বরুড়া উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা অঞ্চল টিম সদস্য মোঃ আবদুস সাত্তার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কুমিল্লা দঃ জেলা কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা ইবনে তাইমিয়া এন্ড কলেজেের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃ কামারুজ্জামান সোহেল, বরুড়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহ জালাল, সহসভাপতি কুমিল্লা জেলা শ্রমিক কল্যান ফেডারেশন মাষ্টার সফিউল্ল্যাহ, বরুড়া উপজেলা জামায়েতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ জাকারিয়া, খোশবাস উ. ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন, বরুড়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারী কাজী খোরশেদ আলম পাটোয়ারী, বরুড়া উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।