মোহাম্মদ মাসুদ মজুমদার:
কুমিল্লার বরুড়ায় ঝলম উচ্চ বিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারি সোমবার ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও ) নু এমং মারমা মং।
ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মো: ইদ্রিস মিয়া, মোঃ আবুল খায়ের, মোঃ জহিরুল ইসলাম, শিক্ষানুরাগী মোঃ ইমরান হোসেন, সহকারী অধ্যাপক মোঃ লাল মিয়া, আবুল বাশার, সরকার শিউলি আক্তার, মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ মাসুদ মজুমদার, মোহাম্মদ সফিউল্লাহ, মোহাম্মদ শাহজালাল,দিলীপ চক্রবর্তী, মাধবী সূত্রধর, নাসরিন সুলতানা, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ,ওমর হানিফ, আব্দুল মোতালেব, মোঃ মাহবুব আলম, সহকারী প্রধান শিক্ষক ফোরকান হোসেন মজুমদার, সহকারী শিক্ষক রাখাল চন্দ্র দেবনাথ, জিনাত রেহানা, ফেরদৌসী বেগম,আব্দুস সালাম,মাস্টার মোঃ নুরুল হক, কামাল হোসেন প্রমুখ।
শেষে বেলুন উড়িয়ে প্রধান অতিথি বরুড়া উপজেলা নিবার্হী অফিসার নু এমং মারমা মং আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।